Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে অগ্নিকাণ্ড: সুগন্ধা নদী থেকে আরও ১ নারীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২১ ১১:৪০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১২:৪২

বরিশাল: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ৬ দিন পর অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নদীর তীরে লাশটি দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে গোলাপী কামিজ ছিল।

প্রাথমিক সুরতহালের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

এর আগে ২৮ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে সুগন্ধা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগের দিন সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার কিস্তাকাঠি এলাকা সংলগ্ন বিষখালী নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা দেওয়া এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনের লাশ উদ্ধার করা হলো।

সারাবাংলা/এএম

এমভি অভিযান-১০

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর