Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় বাসে আগুন: অভিযুক্ত মূলহোতাসহ গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২১ ০৯:৫৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৪:১৩

ঢাকা: রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে র‌্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হেসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য কাওরান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

আরও পড়ুন:

বাসচাপায় মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় হেলপার আটক

অনাবিল পরিবহনের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, ৮ বাসে আগুন

এর আগে ২৯ নভেম্বর রাত ১১টার দিকে রামপুরা থেকে মালিবাগের পলাশবাগ এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় মাঈনুদ্দীন দুর্জয় নামে এসএসসি পরীক্ষার্থী (১৭) নিহত হয়। সে দুর্জয় নামের ওই কিশোর একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পাশের তিতাস রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত সে।

সারাবাংলা/ইউজে/এএম

মাইনুদ্দিনের মৃত্যু রামপুরায় বাসে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর