রসিক নির্বাচন : বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের রিট খারিজ
১৪ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৫ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪৬
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: ঋণ খেলাপির অভিযোগে রংপুর সিটি নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংকের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিটটি উপস্থাপিত হয়নি মর্মে বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
এর আগে ওই প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে সোনালী ব্যাংক। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবেদন না মঞ্জুর করে দেয় কমিশন। নি র্বাচন কমিশনের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করে সোনালী ব্যাংক। ব্যাংকের পক্ষে আইনজীবী ছিলেন শামীম খালেদ, বাবলার পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল উপস্থিত ছিলেন।
প্রার্থীর আইনজীবী বাদল সারাবাংলা ডটনেটকে বলেন, রিট খারিজ হওয়ার ফলে বিএনপির মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু পরিবেশ সংক্রান্ত কমিটির প্রধান কাজী হাসান আহমেদ ৩০ নভেম্বর সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়নপত্র বাতিল চেয়ে সোনালী ব্যাংক ২৭ নভেম্বর আবেদন করে। কিন্তু শুনানিতে বাবলার বিরুদ্ধে ঋণ খেলাপির কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি সোনালী ব্যাংকের আইনজীবী। ফলে সোনালী ব্যাংকের আবেদন নামঞ্জুর করা হয়।
গত ২৬ নভেম্বর যাচাই-বাছাইয়ের শেষ দিনে সাত মেয়র প্রার্থীর মধ্যে কাওসার জামান বাবলার মনোনয়নও বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ২৭ নভেম্বর খেলাপি ঋণের কারণ দেখিয়ে কাওসার জামান বাবলার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন সোনালী ব্যাংকের ঢাকার বৈদেশিক বাণিজ্যিক করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ ইয়াসিন।
আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/এজেডকে/এমএইচটি/একে