খালেদার আবেদনে আইনমন্ত্রীর মতামত স্টাডি করছি: স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ ডিসেম্বর ২০২১ ১৯:১৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ২১:১৭
ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে আইনমন্ত্রী যেভাবে মতামত দিয়েছেন, তাতে বিদেশে পাঠানোর কোনো সুযোগ আইনে নেই। তার পরও আইনমন্ত্রীর মতামত আমরা স্টাডি করছি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল একথা বলেছেন।
তিনি বলেন, ‘আইনমন্ত্রী যে মতামত দিয়েছেন, সেটি আমরা স্টাডি করছি। যদি অধিকতর পরামর্শ নেওয়া দরকার হয়, তাহলে সেটা নেওয়া হবে। এখন পর্যন্ত যতটুকু পর্যালোচনা করে দেখেছি, তাতে আইনি কোনো সুযোগ নেই। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে, সোমবার (২৭ ডিসেম্বর) নিজের দফতরে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার আবেদন মতামতসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গুরুতর অসুস্থ খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। প্রথমে কেবিনে রাখা হলেও এখন তিনি সিসিইউতে।
এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চলতি বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছর ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি রাজধানীর গুলশানের ভাড়া বাসা ফিরোজা’য় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। কিন্তু সরকার সেই আবেদন আমলে নেয়নি। এ ব্যাপারে আইনমন্ত্রীর বক্তব্য হলো— সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে। বিদেশে যেতে হলে কারাগারে ফিরে আবেদন করতে হবে।
আরও পড়ুন-
সারাবাংলা/এজেড/আইই