‘রাষ্ট্রপতিও মনে করেন ইসি গঠনে আইন হওয়া দরকার’
২৮ ডিসেম্বর ২০২১ ১৭:৪০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ২২:০৮
ঢাকা: রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে ইসি গঠন ইস্যুতে সংলাপ শেষে বের হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল। এ সময় বঙ্গভবন এলাকায় অপেক্ষমাণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
রাশেদ খান মেনন বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে লিখিত প্রস্তাব দিয়েছি। রাষ্ট্রপতি আলোচনাকালে আমাদের জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন হওয়া উচিত। তিনি আইন প্রণয়নের ব্যাপারে ইতিবাচক।’
‘ইসি গঠন বিষয়ে আইন করা সম্ভব। রাষ্ট্রপতি উদ্যোগ নিলেই এটি হয়। কারণ এটি জাতীয় দাবি’— বলেন রাশেদ খান মেনন।
আইন না করে ইসি গঠন করা হলে আপনারা নির্বাচনে যাবেন কি না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্বাচনমুখি দল, নির্বাচনে যাব। এর থেকে কঠিন সময়েও আমরা নির্বাচনে গেছি।’
রাশেদ খান মেনন বলেন, ‘রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। সংসদেও সেই একই অবস্থা।’
চলমান ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘ইউপি নির্বাচনে একেকজন প্রার্থীর কোটি টাকার ওপরেও খরচ হচ্ছে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে যদি এই খরচ হয় তাহলে জাতীয় নির্বাচনে কী হবে?’
তত্ত্বাবধায়ক সরকার কিংবা তদারকি সরকারের মাধ্যমে নির্বাচনের দাবি বিষয়ে রাশেদ খান মেনন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের বিধান তো বাতিল হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি তো সংশোধনীর মাধ্যমে এসেছে। এ ছাড়া গত নির্বাচন তো দলীয় সরকারের অধীনেই হয়েছে।’
ইসি গঠনে এই সংলাপ ‘নাটক’ বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে রাশেদ খান মেনন বলেন, তারাই প্রমাণ করুক, এটি নাটক কি না?’
সারাবাংলা/এএইচএইচ/একে