Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগে কোনো বাধা সহ্য করা হবে না: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২১ ১৭:০৭

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিএনপির উদ্দেশে হুশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, যাবেন কি যাবেন না আপনাদের সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় রাষ্ট্রপতির উদ্যোগ এগিয়ে যাবে, এই এগিয়ে যাওয়ার পথে কোনো বাধা সহ্য করা হবে না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে বিজয়ের ৫০ বছর উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক বলেন, স্বাধীনতার পর ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল, তখনও ষড়যন্ত্র করা হয়েছিল। ওরা মেনে নিতে পারেনি। প্রতিশোধের জন্য ওরা ষড়যন্ত্র করেছে। আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি ছড়িয়ে দিয়ে দুর্বল করেছিল।

১৫ আগস্টের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে নানক বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিদের রাজত্ব কায়েম হয়েছিল। সেই খুনিদের রাজত্ব কায়েম করেছিল মুক্তিযুদ্ধের ভেতরে পাকিস্তানি অনুচর ঢুকে পড়া জেনারেল জিয়া। সেই মুক্তিযুদ্ধের ভেতরে চর হিসেবে ঢুকে মুক্তিযুদ্ধকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তার প্রমাণ রেখেছেন বঙ্গবন্ধুকে হত্যার পরে রাষ্ট্রক্ষমতা দখল করে রাষ্ট্রকে আবার একটি সাম্প্রদায়িক বাংলাদেশে প্রতিষ্ঠার মধ্য দিয়ে।

বিজ্ঞাপন

নানক বলেন, এই বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজিতদের রাষ্ট্র ক্ষমতায় এনে সমাজে প্রতিষ্ঠিত করে তার প্রমাণ রেখেছিলেন জিয়াউর রহমান। তার পথ ধরে জেনারেল এরশাদ এই বাংলাদেশে পঁচাত্তরে খুনিদের আর একাত্তরের পরাজিতদের গাড়িতে পতাকা উড়িয়ে দিয়েছিল। আর সেই এরশাদের পথ ধরে জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া একই পথ অনুসরণ করে বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করেছে।

করোনা মহামারি পরিস্থিতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

এবিষয়ে বিএনপির সমালোচনা করে নানক বলেন, লম্বা লম্বা কথা বলেন, কী করেছেন মহামারির সময়? বিএনপির বন্ধুরা নির্বাচন কমিশন নিয়ে গরম গরম কথা বলেন। কোথায় গরম তো হয় না? কারণ মানুষ উন্নয়ন দেখেছে, মানুষ দেখেছে শেখ হাসিনা যে ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা তিনি পূরণ করে যাচ্ছেন। সে কারণে মানুষ রয়েছে শেখ হাসিনার সঙ্গে, আর মানুষ আপনাদের (বিএনপি) দিকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে আন্দোলন আর হয় না।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

সারাবাংলা/এনআর/আইই

অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর