Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২১ ১৪:২২

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চায়না বেগম (৬০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে জেলার কামারখন্দ উপজেলার আলোকদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চায়না বেগম বয়স (৬০) জেলার বেলকুচি উপজেলার সাহাপুর গ্রামের মো. সবুর তালুকদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, চায়না বেগম মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে কিছুটা দূরেই তার বোনের বাড়ি হওয়ায় সেখানে বেড়াতে যাওয়ার পথে আলোকদিয়ার রেললাইন এলাকায় পৌঁছে রেললাইন পার হবার সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বলেন, তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টার দিকে রেললাইন পার হবার সময় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনিপদক্ষেপ গ্রহণ করা হবে।

সারাবাংলা/এসএসএ

সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর