Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেএসআরএমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সারাবাংলা ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২১ ১৩:৪৫

ঢাকা: দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএমের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শীতবস্ত্র বিতরণ করেছেন।

গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) শীতপ্রবণ এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এসব কম্বল বিতরণ করা হয়। চা বাগানের নিম্ন আয়ের ও দরিদ্র পাঁচ শতাধিক নারী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় কম্বল।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় বলেন, ‘বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছে। সঠিক ও কার্যকর পদক্ষেপের কারণ মানুষের জীবনমানের অভাবনীয় পরিবর্তন হয়েছে।’ এসময় প্রধানমন্ত্রীর পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগের জন্য কেএসআরএম’কে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, ‘কেএসআরএম যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকে। সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরবিচ্ছিন্ন কাজ করে। যা মানবতার অনন্য উদাহরণ। তাদের এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রসংশার দাবি রাখে।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

কেএসআরএম শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর