বুস্টার ডোজ শুরু, মিলবে রুটিন টিকাদান কেন্দ্রেই
২৮ ডিসেম্বর ২০২১ ১১:৪১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৪:০৯
ঢাকা: সারাদেশে রুটিন টিকাদান কেন্দ্রে শুরু হয়েছে বুস্টার ডোজ টিকার কার্যক্রম। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে এই ভ্যাকসিন কার্যক্রম চলছে। যারা যে কেন্দ্রে আগের দুই ডোজ টিকা নিয়েছেন সেই কেন্দ্রেই বুস্টার ডোজ নিতে পারবেন।
তবে ২ ডোজ টিকা পেয়েছেন এমন ষাটোর্ধ্ব ও সম্মুখসারির সীমিত সংখ্যক যোদ্ধাদের এসএমএস পাঠানো হয়েছে শুধুমাত্র তাদেরই বুস্টার ডোজ টিকা নিতে কেন্দ্র যাবার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
ঢাকার বাইরে বুস্টার ডোজ আগামী সপ্তাহে
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর গণমাধ্যমকে বলেন, ‘সুরক্ষা অ্যাপসে বুস্টার ডোজ নিবন্ধন কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। ফলে আগামীকাল পরীক্ষামূলকভাবে সীমিত সংখ্যক মানুষদের এসএমএস পাঠাবে কেন্দ্রগুলো।’
এর আগে, ১৯ ডিসেম্বর করোনাভাইরাসের ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রথমবারের মতো দেওয়া শুরু হচ্ছে। রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে তৃতীয় ডোজ ভ্যাকসিনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রথম দিন পরীক্ষামূলকভাবে ২৪ জনকে ফাইজারের ভ্যাকসিন দিয়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
প্রথমদিনে একাধিক মন্ত্রী পাচ্ছেন বুস্টার ডোজ
বুস্টার ডোজে প্রবাসীদের অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
সুরক্ষা আপডেটের পর এসএমএসের মাধ্যমে শুরু হবে বুস্টার ডোজ
সারাবংলা/এমও
বুস্টার ডোজ টিকাদান কেন্দ্র সুরক্ষা অ্যাপস স্বাস্থ্য অধিদফতর