Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ২৩:৩৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১২:৩৯

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকার একটি বাসায় ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আসামি শিমুল আহমেদকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করার পর আসামিকেগ্রেফতার করা হয় ।

ধর্ষণের শিকার স্কুলছাত্রীর স্বজনরা জানান, কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে শিমুল আহমেদ নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। সেই সূত্র ধরে গতকাল রোববার সকাল ১১টার দিকে ওই যুবক তাদের বাসায় আসে। এসময় মেয়েটির বাবা-মা কেউ বাসায় ছিল না। তখন কিশোরীকে ধর্ষণ করে ওই যুবক। বিষয়টি জানতে পেরে তার বাবা থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

পরে পুলিশ শারীরিক পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে ভর্তি করায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। থানায় মামলাও হয়েছে। অভিযুক্ত শিমুল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবংলা/এসএসআর/একেএম

আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর