Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবান্ন উৎসবে মুখরিত কুবির মুক্তমঞ্চ

কুবি করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ২৩:০৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নানা আয়োজনে নবান্ন উৎসব-১৪২৮ পালিত হয়েছে। আজ ২৬ শে ডিসেম্বর (রবিবার) বেলা ৪ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

কুবির সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের উদ্যোগে আয়োজিত এ নবান্ন উৎসব অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছাসূচক ক্রেস্ট দিয়ে অভ্যর্থনা জানানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এবং বিশেষ অতিথিবৃন্দ উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহেরকে।

বিজ্ঞাপন

এরপর পিঠা উৎসব, নাচ-গান, কবিতা ও নাটক পরিবেশনা সহ নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ অনেকেই।

এ ছাড়া বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ এ উৎসবে যোগদান করেন। পরে বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, ব্যান্ডদল প্লাটফর্ম, প্রতিবর্তনের বর্ণাঢ্য পরিবেশনায় এবং চৌকস নাট্যসম্প্রদায়ের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় গ্রাম-বাঙালার প্রাণের ‘নবান্ন উৎসব।’

উল্লেখ্য, প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে নবান্নকে কেন্দ্র করে একত্রে উৎসবে মেতে ওঠে। তাই অগ্রহায়ণের শুরুতেই গ্রাম বাংলায় চলে নানা উৎসব, নানা আয়োজন। নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালিয়ানার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা দিক, সেই ঐতিহ্যকে ধরে রাখতেই বিশ্ববিদ্যালয় গুলোতে তাই প্রতিবছর পালিত হয় নবান্ন উৎসব।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর