Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দেয়াল ধসে গুদাম কর্মচারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ২১:৫৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ২৩:৩২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দেওয়াল ধসে গুদামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর কোতোয়ালী থানার সদরঘাট এলাকায় সিটি কলেজ মোড়ে দেওয়াল ধসের ঘটনা ঘটে।

নিহত জয় শীলের (২৮) বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তিনি সোয়ান ইন্টারন্যাশনাল নামে একটি টায়ার আমদানিকারক প্রতিষ্ঠানে ‍গুদাম মাস্টার হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘সোয়ার ইন্টারন্যাশনালের মালিকানাধীন টিনের গুদামে ট্রাক থেকে টায়ার নামানো হচ্ছিল। ট্রাকের সামনে দাঁড়িয়ে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন জয় শীল। গুদামসংলগ্ন আনুমানিক ১৫ থেকে ২০ ফুটের একটি পাকা দেয়াল আছে। হঠাৎ সেটি ধসে পড়ে। এসময় শ্রমিকরা দৌড়ে বের হয়ে যেতে পারলেও জয় শীল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’

পুরনো দেয়ালটির ভিত্তি দুর্বল হয়ে যাওয়ায় সেটি ধসে পড়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমও

কর্মচারীর মৃত্যু দেয়াল ধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর