Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিশু মুক্তিযোদ্ধা, প্রথম নারী মুক্তিযোদ্ধা— এসব বক্তব্য কেন?’

সারাবাংলা ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২১ ২০:২৮

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘শিশু মুক্তিযোদ্ধা’, ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ বক্তব্যে উদ্বেগ জানিয়ে একে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ষড়যন্ত্র বলে বক্তব্য এসেছে চট্টগ্রামে এক আলোচনা সভায়।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধের প্রজন্ম- বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় এ বক্তব্য এসেছে।

প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে দেশে এখনো কেউ কেউ নিজেদের মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে পরিচয় দেওয়ার ধৃষ্টতা দেখায়। এখনো মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করার, বিদ্রুপ করার ধৃষ্টতা দেখায়।’

তিনি বলেন, “কতিপয় রাজনীতিবিদ আবার হঠাৎ ‘শিশু মুক্তিযোদ্ধা’, ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’— এসব শব্দ উল্লেখ করে বক্তব্য রাখছেন। হঠাৎ এসব বক্তব্য কেন? তাদের উদ্দেশ্য কী? যারা মুক্তিযুদ্ধকে ‘একাত্তরের গণ্ডগোল’ বলে, তারাই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এ ধরনের কটূক্তি করছে।’

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি ও তাদের দোসরদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানান।

নগরীর দোস্তবিল্ডিংয়ের কার্যালয়ে সংগঠনের সহসভাপতি পলাশ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী, মোহাম্মদ কামাল উদ্দিন, দীপন দাশ, মোহাম্মদ নাজিম উদ্দিন।

সারাবাংলা/আরডি/টিআর

প্রথম নারী মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের প্রজন্ম শিশু মুক্তিযোদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর