Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেতা সেজে ফেসবুকে ঘোরে, আসলে প্রতারক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ১৭:৪৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ২০:৪২

চট্টগ্রাম ব্যুরো: ফেসবুকে পণ্য বিক্রির পেজে ক্রেতা সেজে কেনার আশ্বাস দিয়ে প্রবাসীর মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার দু’জন পেশাদার প্রতারক। তারা ফেসবুকে পণ্য বিক্রির গ্রুপ ও পেজগুলোতে ক্রেতা সেজে থাকে। সুযোগ বুঝে বিক্রেতার কাছ থেকে মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। সবশেষ একটি মোটরসাইকেল হাতিয়ে নিয়ে ধরা পড়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতারের পাশাপাশি মোটরসাইকেলটি উদ্ধার করে নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতার দু’জন হলেন— মেহেরাজ হোসেন চৌধুরী (২০) এবং তার বন্ধু শাহরিয়ার হোসেন সাব্বির (২০)। তাদের বাড়ি মীরসরাই উপজেলায়।

গত ১৩ ডিসেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকা থেকে বিদেশ ফেরত যুবক মো. জোনাইয়েদের মোটরসাইকেল হাতিয়ে নেয় মেহেরাজ। এর আগে মেহেরাজ এবং সাব্বির ফেসবুকে পণ্য কেনার নামে জোনায়েদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘জোনায়েদ বিদেশ ফিরে তিন লাখ টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনেন। সম্প্রতি তিনি সেটি বিক্রির জন্য ফেসবুকে ওয়েবসাইট সেলবাজার ডটকম নামে একটি পেজে পোস্ট দেন। সেই পোস্টে মোটরসাইকেল কেনার আগ্রহ প্রকাশ করে তার সঙ্গে সখ্য গড়ে মেহেরাজ ও সাব্বির। ১৩ ডিসেম্বর বিকেলে জোনায়েদ বালুছড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ে যান। কথামতো মেহেরাজ সেখানে আসে এবং সেটি ট্রায়াল দেওয়ার কথা বলে দ্রুতগতিতে নিয়ে চম্পট দেয়।’

এ ঘটনায় জোনায়েদ বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করেন। ওসি জানান, মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার পরই মেহেরাজ ও সাব্বির তাদের মোবাইল নম্বর বন্ধ করে দেয়। এমনকি ফেসবুকের যে অ্যাকাউন্ট থেকে জোনায়েদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, সেটিও বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

‘এটি মেহেরাজ ও সাব্বিরের কৌশল। তারা ভুয়া নাম ও ছবি দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে পণ্য বিক্রির সাইটগুলোতে ঘোরাফেরা করে। বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে প্রতারণার ফাঁদ পাতে। যে মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে সেগুলো তাদের নিজের নামে রেজিস্ট্রেশন করা নয়। একই প্রক্রিয়ায় তারা আগেও মীরসরাই এবং ফেনীতে মোটরসাইকেল ছিনতাই করেছে। ফেনীতে তাদের একবার গ্রেফতারও করা হয়েছিল। দু’জনই মীরসরাইয়ে সুপরিচিত পরিবারের সন্তান,’— বলেন ওসি কামরুজ্জামান।

সারাবাংলা/আরডি/টিআর

টপ নিউজ ভুয়া ক্রেতা মোটরসাইকেল ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর