অভিযান-১০ লঞ্চে নিখোঁজদের খোঁজে ডিএনএ নমুনা সংগ্রহ
২৭ ডিসেম্বর ২০২১ ১৭:৩৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ২০:১৪
ঝালকাঠি: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের খোঁজ পেতে তাদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকা থেকে আসা ৩ সদস্যের ফরেনসিক দল, বরিশালের ক্রাইমসিন এবং ঝালকাঠি সিআইডির সদস্যরা এ নমুনা সংগ্রহ করেন।
সিআইডির অতিরিক্ত আইজিপির নির্দেশে এই কার্জক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার।
এখন পর্যন্ত এ দুর্ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৪০ জন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৫০ জন নিখোঁজের তালিকা করা হয়েছে।
এদিকে ঘটনার ৪ দিনপর নমুনা সংগ্রহ করায় এবং একইসঙ্গে বরগুনায় নমুনা সংগ্রহ করার কারণে তেমন একটি সাড়া মেলেনি।
এ কার্যক্রমে সর্বশেষ ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
সিআইডির পক্ষ থেকে জানানো হচ্ছে নমুনা সংগ্রহের ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। সোমবার রাত ৮টা পর্যন্ত এ নমুনা সংগ্রহ করা হবে এবং প্রয়োজনে কালকেও করা হবে।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার সারাবাংলাকে বলেন, ‘ডিএনএ নমুনা সংগ্রহ করার পর সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিহতদের নমুনার সঙ্গে ম্যাচিং করা হবে। দুই-তিন সপ্তাহের মধ্যে আমরা পরিচয় নিশ্চিত হয়ে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে পারব।’
আরও পড়ুন:
- লঞ্চে আগুন: বরগুনায় গণকবরে ৩০ জনকে দাফন
- আগুন লাগার পরও নদীতে এক ঘণ্টা চলেছিল লঞ্চটি
- লঞ্চের আগুনে দগ্ধ স্বজনদের দেখতে গিয়ে প্রাণ গেল ২ জনের
- লঞ্চে আগুন: ৪০ জনের মরদেহ হস্তান্তর, ৪ জনের পরিচয় শনাক্ত
- শেবাচিম হাসপাতালে বন্ধ বার্ন ইউনিট, দগ্ধদের চিকিৎসা সার্জারিতে
- ‘বউ আর ৩টা বাচ্চা বেঁচে আছে না মরে গেছে, তাও বলতে পারছি না’
- লঞ্চে আগুন: নানীর মৃত্যুর খবরে বাড়িতে, ফেরার পথে হারালেন মেয়েকে
সারাবাংলা/একে