Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার প্রায় ৯ হাজার, ৬৭ ভোট পেয়ে পঞ্চম আ. লীগের প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ১১:০৮ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৩:৫৭

কক্সবাজার: দেশে চতুর্থ ধাপে নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার আট ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে বেসরকারি ফলাফল প্রকাশ শেষে দেখা যায়, চিরিংগা উপজেলায় আওয়ামী লীগের দলীয়ভাবে মনোনয়ন দেওয়া নৌকা মার্কার প্রার্থী মো. শাহ নেওয়াজ (রুমেল) ৬৭ ভোট পেয়েছেন। ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন পঞ্চম স্থানে। এই ইউনিয়নে তিন হাজার ৬৫৫ ভোট পেয়ে নির্বাচনের ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাজের হোসাইনের (৭১ ভোট) চাইতেও কম ভোট পেয়েছে নৌকা মার্কা প্রতীকের প্রার্থী।

বিজ্ঞাপন

রোববার (২৬ ডিসেম্বর) চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামের সই করা ফলাফলে স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেন চৌধুরীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এদিন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগণনা শেষে প্রকাশ করা বেসরকারি ফলাফলে দেখা যায়, চিরিংগা ইউনিয়নে ১০৪৩০ জন ভোটারের মধ্যে ৮৮১৭ জন ভোটার ভোট দিয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন চৌধুরী আনারস প্রতীকে ৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জাফর আলমের আত্মীয় ও অনুসারী বলে পরিচিত জামাল হোসেন এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

জামাল হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্থানীয় কৃষক লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দীন চশমা প্রতীকে ভোট পেয়েছেন দুই হাজার ৫৬৭টি। এই ইউনিয়নে আরেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কে এম সালাউদ্দিন পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। ইসলামী আন্দোলনের নাজের হোসাইন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭১ ভোট। মোহাম্মদ করিম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫ ভোট।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেও এত অল্প সংখ্যক ভোট পেয়ে পরাজয়ের বিষয়ে জানতে চাইলে মো. শাহ নেওয়াজ (রুমেল) সারাবাংলাকে বলেন, দলীয়ভাবে স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী নির্বাচনে নৌকার বিরোধিতা করায় এমন ফলাফল হয়েছে।

উল্লেখ্য, এর আগে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চকরিয়ার কৈয়ার বিল ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল বকেয়া রেখা ৯৯ ভোট পেয়ে সারাদেশে আলোচনায় এসেছিলেন। এইবার সেই পরিসংখ্যানকে হার মানিয়ে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছে ৬৭ ভোট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এএম

ইউপি নির্বাচন

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর