নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
২৭ ডিসেম্বর ২০২১ ১০:২১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২১ ১৩:৫৮
ঢাকা: নারায়ণগঞ্জে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় আহত মেজবাহ উদ্দিন (৬৫) নামে আরও একজন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মারা যান তিনি। এ খবর নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
তিনি জানান, আহত মেজবাহ উদ্দিনকে রোববার রাতে হাসপাতালে ভর্তি হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মৃত ব্যক্তির ছেলে শাহরিয়ার মাহমুদ শিশির জানান, তাদের বাড়ড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার ঘাড়মোড়া গ্রামে। তার বাবা পঞ্চবটি কোল্ডস্টোরে চাকরি করতেন। কাজ শেষে করে পঞ্চবটি থেকে আনন্দ পরিবহনে বাসায় ফিরছিলেন।
আরও পড়ুন: বাসে ট্রেনের ধাক্কায় নিহত ২, ঢামেকে মৃত্যু আরও ১ শিশুর
এর আগে রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যানজটে পড়ে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দেয় চলন্ত ট্রেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন বেশ কয়েকজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।
সারাবাংলা/এএম