Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজদিখানে ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গুলিতে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ২২:৫২

মুন্সীগঞ্জ: সিরাজদিখান উপজেলার জৈইনশার ইউনিয়নে জৈইনশার প্রাথমিক বিদ্যালয়ের ভোট শেষে ব্যালটবক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় পুলিশের গুলিতে তিন জন আহত হয়।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা হায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, জৈইনশার প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ শেষে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ভোটে ব্যালটবক্স নিয়ে আসার সময় বিদ্রোহী প্রার্থীর (আনারস প্রতীক) লোকজন হামলা চালায়। এসময় প্রিজাইডিং অফিসারকে মারধর করে ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি চালায়। এসময় তিন জন আহত হয়।

আহতদের নাম পরিচয় ও তারা কোথায় ভর্তি রয়েছে তা জানা যায়নি।

উল্লেখ্য, সিরাজদিখান ও লৌহজং উপজেলার ২৩টি ইউনিয়নের ২২৫টি কেন্দ্রের বাকিগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে।

সারাবাংলা/এআই/এমও

ছিনতাইয়ের চেষ্টা ব্যালটবাক্স সিরাজদিখান

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর