Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে এবার ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ২১:৪৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২১:৪৬

কক্সবাজার: জেলা শহরের কলাতলীতে মামস আবাসিক হোটেলে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুই দিন ধরে জিম্মি রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ ডিসেম্বর পাঁচ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানিয়েছেন, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জেনে বাড়ি ফেরার পথে উত্তর নুনিয়ারছড়ার মোহাম্মদ আশিকের নেতৃত্বে কয়েকজন তাকে অপহরণ করে। পরে ১৫ ডিসেম্বর রাতে একটি গাড়িতে করে তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয়। কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন তিনি।

বিজ্ঞাপন

১৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে কক্সবাজার সদর থানায় মামলা করেন। তবে এক সপ্তাহেও কেউ গ্রেফতার হয়নি। উল্টো আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

তবে, অভিযুক্ত আশিকের ভাবি শাহিনা আকতার দাবি করেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা বিয়ে করতে চাইলেও ওই ছাত্রীর পরিবার রাজি নয়।

মামস্ আবাসিক হোটেলের ম্যানেজার জানিয়েছেন, ১৩-১৫ ডিসেম্বরের মধ্যে তাদের হোটেলে এ নামের কেউ ছিল না। সিসিটিভি ক্যামেরা থাকলেও ওই তারিখের ফুটেজ ডিলেট হয়ে গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হালিম জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান চলছে।

সারাবাংলা/একেএম

কক্সবাজার টপ নিউজ ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর