বাসে ট্রেনের ধাক্কায় নিহত ২, ঢামেকে মৃত্যু আরও ১ শিশুর
২৬ ডিসেম্বর ২০২১ ২০:৫৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২১:০৯
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে যানজটে পড়ে রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দিয়েছে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেন। দুর্ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে। হতাহতের শিকার সবাই পথচারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আনন্দ পরিবহনের ওই বাসে কোনো যাত্রী ছিল না। ফলে নিহত তিন জন ও আহতরা পথচারী হতে পারে বলে ধারণা তাদের।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, যানজটের কারণে বাসটি রেললাইনে দাঁড়িয়ে ছিল। ট্রেন আসতে দেখেও বাসচালক বাস সরাতে পারেনি। পরে ট্রেনটি ওই বাসে ধাক্কা দেয়।
আব্দুল্লাহ আল আরেফিন আরও জানান, রেললাইন থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক জনের একটি কাটা পা পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় একটি পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া আনুমানিক ১০ বছর বয়সী এক শিশুকে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তুহিন জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃত শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় নুরু মিয়া (৩০) নামে এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় আঘাত থাকলেও তার অবস্থা আশঙ্কামুক্ত। শিশুটির মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/টিআর