Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানি মার্কেট ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সেমিনার

সারাবাংলা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২১ ২০:১৯

ঢাকা: ব্যাংকিং বইতে সুদের হারের ঝুঁকি এবং এর প্রভাবের উপরে বাংলাদেশ মানি মার্কেট ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হয়। শনিবার (২৫ ডিসেম্বর) এমটিভি টাওয়ার স্যামসাং এইচ চৌধুরী অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধন করেন মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান।

উপদেষ্টাদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এমডি আলী হোসেন প্রধানিয়া, বিএএমডিএ’র এক্স-প্রেসিডেন্ট আব্দুস সামাদ, অন্য উপদেষ্টা এবং বিএএমডিএ’র বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শামছুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম অফসাইড সুপারভাইজার আমিনুর রহমান চৌধুরী। সেমিনারে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ট্রেজারি ই প্রদান ও মানি মার্কেট ডিলাররা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

মানি মার্কেট ডিলার অ্যাসোসিয়েশন সেমিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর