Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলাহাটে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ১৯:৩৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৯:৪৭

চাঁপাইনবাবগঞ্জ ইউপি নির্বাচনী সহিংসতার চিত্র। ২৬.১২.২১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের খালে আলমপুর কেন্দ্রে দুই সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এর মধ্যে গুরুতর আহত চার জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল্লাহ বলেন, সকাল থেকে নির্বিঘ্নে ভোটগ্রহণের পর বিকেলের দিকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খালে আলমপুর কেন্দ্রটি ছাড়াও আরও দুইটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে কত রাউন্ড গুলি চালানো হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ৩৭টি কেন্দ্রে মোট ভোটার ৭৯ হাজার ৫৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৯৭০ জন, নারী ভোটার ৪০ হাজার ৫৮৪ জন। ভোলাহাটের চার ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ১৭ জন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৬৯ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৭ জন প্রদিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে।

সারাবাংলা/টিআর

ইউপি নির্বাচন নির্বাচনি সহিংসতা ভোলাহাট ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর