বেসিস নির্বাচনে জয়ী ‘ওয়ান টিম’
২৬ ডিসেম্বর ২০২১ ১৮:৪৯ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২০:৫৫
ঢাকা: অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনে জয়ী হয়েছে রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন প্যানেল ওয়ান টিম।
রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশেনে সংগঠনটির ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।
১১টি পরিচালক পদে ওয়ান টিমের প্রার্থীরা জয়ী হয়েছেন ৬টিতে ও সিনার্জি স্কোয়াডের প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টিতে। আর আন্তর্জাতিক ক্যাটাগরিতে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন সৈয়দ এম কামাল।
সাধারণ ক্যাটাগরিতে পরিচালক পদে জয়ী হয়েছেন মুশফিকুর রহমান, রাশাদ কবির, হাবিবুল্লাহ এন করিম, রাসেল টি আহমেদ, আবু দাউদ খান, এ কে এম আহমেদুল ইসলাম বাবু, সামিরা জুবেরী হিমিকা, মোস্তাফিজুর রহমান সোহেল। সাধারণ ক্যাটাগরিতে দুই প্যানেল থেকেই চার জন করে জয়ী হয়েছেন।
জবাবদিহিতার মাধ্যমে সদস্যদের স্বার্থ রক্ষা করব: রাসেল টি আহেমদ
তবে এফিলিয়েট ও এসোসিয়েট দুই ক্যাটাগরিতেই জয়ী হয়েছেন ওয়ান টিমের প্রার্থীরা। এফিলিয়েট ক্যাটাগরিতে পাঠাও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ ও এসোসিয়েট ক্যাটাগরিতে ড্রিমার্জ ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানভীর হোসেন খান জয়ী হয়েছেন।
১০ পরিচালক পদের ৬টিতে ওয়ান টিম জয় পাওয়ায় এই প্যানেল থেকেই বেসিসের পরবর্তী সভাপতি নির্বাচিত হবেন।
আরও পড়ুন:
বেসিস নির্বাচনে তারুণ্যের হাতছানি
বেসিসকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: হিমিকা
সারাবাংলা/ইএইচটি/এমও