Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ১৭:৫৮

বান্দরবান: জেলার রাজবিলার রমতিয়া পাড়া এলাকায় কিরণময় তঞ্চঙ্গ‌্যা (২৬) নামে এক ব্যক্তিকে অস্ত্রের মু‌খে অপহর‌ণের অভিযোগ উঠেছে। শ‌নিবার (২৫ ডি‌সেম্বর) রা‌ত ১০টার দিকে এই ঘটনা ঘ‌টে।

অপহৃ‌তের নাম কিরণময় তঞ্চঙ্গ‌্যা (২৬)। সে সদর উপ‌জেলার রাজ‌বিলার রমতিয়া পাড়ার কংসমনি তঞ্চঙ্গ‌্যার ‌ছে‌লে।

স্থানীয়রা জানান, শ‌নিবার রাত ১০টার দিকে মারমা ন‌্যাশনা‌লিস্ট পা‌র্টি (এমএনপি) দলের সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মু‌খে কিরণময় তঞ্চঙ্গ‌্যাকে তু‌লে নি‌য়ে যায়। এখ‌ন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়‌নি।

এ বিষ‌য়ে রাজ‌বিলা ইউ‌পি চেয়ারম‌্যা‌ন ক‌্যা প্রু অং মারমা ব‌লেন, রা‌তে কিরণময় তঞ্চঙ্গ‌্যাকে নি‌য়ে গে‌ছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। ত‌বে তারা তা‌কে কোথায় নি‌য়ে গে‌ছে জা‌নি না।

এ বিষ‌য়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ র‌ফিকুল ইসলাম ব‌লেন, অপহরণের খবর শু‌নে‌ছি। ত‌বে এ বিষ‌য়ে কেউ কোনো অভিযোগ করেনি।

সারাবাংলা/এসএসএ

বান্দরবান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর