Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে বড়দিনের ছুটিতে কয়েক হাজার বিমান চলাচল বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২১ ০৯:১৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৩:৩১

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় বড়দিনের ছুটিতে কয়েক হাজার বিমান চলাচল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধির ফলে পাইলট, বিমান পরিচালনার সঙ্গে যুক্ত কর্মী এবং অন্যান্য স্টাফদের অনেকেই অসুস্থ হয়ে পড়ায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

এতে চরম বিপাকে পড়েছেন ছুটিতে ভ্রমণকারীরা। ফ্লাইটঅয়্যারের তথ্য অনুসারে, বড়দিনের আগের দিন, বড়দিন এবং পরের দিন ৫ হাজার ৭০০ বাণিজ্যিক বিমান ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে ১৭শ’র বেশি মার্কিন অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।

বিজ্ঞাপন

পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) বলেছে, তারা গত বৃহস্পতিবার সারা দেশে ২ দশমিক ১৯ মিলিয়ন লোককে স্ক্রিন করেছে, যা এক সপ্তাহ আগে ছুটিতে ভ্রমণ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যা।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস বড়দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর