Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা তরুণ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২১ ১৯:৫৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ২০:০৮

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ছয় লাখ পিস ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১৫)। আটক মাহাত আমিন রোহিঙ্গা জনগোষ্ঠীর বলে র‌্যাব জানিয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

খায়রুল ইসলাম বলেন, বালুখালীর সীমান্তবর্তী একটি এলাকা দিয়ে ইয়াবার বড় একটি চালান দেশে প্রবেশ করবে— এরকম গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। গোপন এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। পরে শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে বালুখালী কাস্টমস স্টেশন মসজিদ সংলগ্ন এলাকা থেকে ছয় লাখ পিস ইয়াবার এই চালানটি জব্দ করে র‌্যাব-১৫-এর একটি অপারেশনাল টিম।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, চালানটি জব্দ করার সময় মাদক কারবারি এই চক্রের সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যান। তবে চক্রের অন্যতম সদস্য মাহাত আমিনকে র‌্যাব গ্রেফতার করতে সক্ষম হয়।

লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন, কক্সবাজার জেলাকে মাদকমুক্ত রাখতে র‌্যাব বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে যেন ইয়াবা প্রবেশ না করতে পারে, সে বিষয়ে র‌্যাব অত্যন্ত তৎপরত। আমাদের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/টিআর

ইয়াবার চালান রোহিঙ্গা আটক

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর