Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরপেক্ষ ইউপি নির্বাচনের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২১ ২০:৪৩

রাজবাড়ী: নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মীর্জা বদিউজ্জমান বাবু।

শ‌নিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় বসন্তপুর ইউ‌নিয়‌নের মু‌চিদহ গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ স‌ম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে মীর্জা বদিউজ্জামান বাবু অভিযোগ করেন, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন সরদার নিজে উপস্থিত থেকে লোকজন দিয়ে মীর্জা আলাউদ্দিন নামে তার এক কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার পর গুলি করে হত্যার নির্দেশ দেন। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যে কারণে তিনি সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন।

এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।

সংবাদ স‌ম্মেল‌নে উপস্থিত ছিলেন- আহত কর্মী মীর্জা আলাউদ্দিন, মো. লুৎফর রহমান মোল্লা, মীর্জা আনিসুর রহমান, মো. আকবর আলীসহ অন্যরা।

সারাবাংলা/এমও

ইউপি নির্বাচন রাজবাড়ী সংবাদ সম্মেলন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর