Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২১ ১৯:৫২

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এবার টুঙ্গিপাড়ায় নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ১০ জানুয়ারি তার সমাধিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জাতীয় কমিটির আয়োজনে ১১ ও ১২ জানুয়ারি বঙ্গবন্ধু কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত টুঙ্গিপাড়ায় ‘মুজিব মেলা’ হবে। বাংলাদেশ শিল্প একাডেমির আয়োজনে মেলায় দেশের ৬৪ জেলার প্রসিদ্ধ পণ্যের পসরা বসবে সেখানে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন প্রস্তুতি সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এসব তথ্য জানান।

এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের পোডিয়ামে বানান ভুলের বিষয়ে ক্ষমা চেয়েছে উদযাপন কমিটি। তাই এ নিয়ে কোনো কিছু বলার নেই বলেও এক প্রশ্নের জবাবে জানান শেখ সেলিম।

অন্য এক প্রশ্নের জবাবে শেখ সেলিম জানান, সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডের খোঁজ-খবর রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুর্ঘটনাকবলিতদের পাশে দাঁড়ানো, আহতদের চিকিৎসার সুব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন।

এছাড়া যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

বিজ্ঞাপন

বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ নানা কর্মসূচি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর