‘বানান ভুলে ক্ষমা চেয়েছে উদযাপন কমিটি, এ নিয়ে কিছু বলার নেই’
২৫ ডিসেম্বর ২০২১ ১৯:১৯
ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠানের পোডিয়ামে বানান ভুলের বিষয়ে ক্ষমা চেয়েছে উদযাপন কমিটি। তাই এ নিয়ে কিছু বলার নেই, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
শনিবার (২৫ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন প্রস্তুতি সভা শেষে এক প্রশ্নের জবাবে জানান শেখ সেলিম এসব তথ্য জানান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শপথ পড়ানোর অনুষ্ঠানে ভুলের বিষয়ে জানতে চাইলে শেখ সেলিম বলেন, ‘কেউ যখন ভুলের জন্য ক্ষমা চায় তখন আর কী বলার থাকে? আবু নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।’
এর আগে, গত ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের পোডিয়ামে ‘মুজিববর্ষ’ বানান ভুল ছিল! পোডিয়ামে ‘মুজিববর্ষ’র বদলে লেখা ছিল ‘মুজিবর্ষ’।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১০ জানুয়ারি তার সমাধিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জাতীয় কমিটির আয়োজনে ১১ ও ১২ জানুয়ারি বঙ্গবন্ধু কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত টুঙ্গিপাড়ায় ‘মুজিব মেলা’ হবে। বাংলাদেশ শিল্প একাডেমির আয়োজনে মেলায় দেশের ৬৪ জেলার প্রসিদ্ধ পণ্যের পসরা বসবে সেখানে।”
সারাবাংলা/এনআর/এমও