Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়মতো শেষ হবে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প— আশাবাদ সেনাপ্রধানের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২১ ১৭:১৯ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ২০:১৯

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বিশেষ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় তিনি প্রকল্পটির নির্মাণ কাজের অগ্রগতি সরজমিন পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সেনাপ্রধান খুরুশকুলের নির্মাণাধীন প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক আশ্রয়ন প্রকল্প এলাকাটি পরিদর্শন করেন। তিনি আশাবাদ জানান, সময়মতোই এই প্রকল্পের কাজ শেষ হবে।

বিজ্ঞাপন

প্রকল্প পরিদর্শন শেষে সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর যেকোনো প্রকল্প আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে থাকি। এটি প্রধানমন্ত্রীর নির্দেশে নেওয়া বিশেষ একটি প্রকল্প। সে কারণে আমি নিজেই এখানে এসেছি এখানকার কর্মকাণ্ডের গতিশীলতা বাড়ানোর জন্য। আমি আশা করছি, এর মাধ্যমে এখানে যারা কাজ করছেন, আমার পরিদর্শনের মধ্য দিয়ে তাদের গতি আরও বাড়বে।

নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশাবাদ জানিয়ে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, ঠিকাদারদের ঠিকমতো টাকা দিলে তারা খুব ভালোভাবে কাজ করে। এখানে আমরা যেভাবে তাদের দিয়ে কাজ করাচ্ছি, তাতে আমরা আশাবাদী যে সময়মতো কাজ শেষ হবে। সময়মতো কাজ করিয়ে নিয়ে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর। আমরা আশা করি সেটি পারব। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে যে ভবনগুলো তৈরি হচ্ছে, বাজেট অনুযায়ী আমরা বেস্ট পসিবল প্রোডাক্টই এখানে নিশ্চিত করব।

প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে এখানকার অধিবাসীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কি না— এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি, আমাদের কাজ এখানে ভবন তৈরি করে দেওয়া এবং এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা যা রয়েছে, সেগুলোর ব্যবস্থা করা। কর্মসংস্থানের বিষয়টি আমাদের অধীনে নেই। তবে এখানে পর্যটনের জন্য এক ধরনের ব্যবস্থাপনা গড়ে উঠছে। সেখানে কাজ চলছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া শুঁটকি মহল বলেও একটি প্রকল্প রয়েছে। শুঁটকি মহল হলে সেখানেও অনেকের কর্মসংস্থান হতে পারে।

বিজ্ঞাপন

জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩ হাজার ৮০৮টি পরিবারের পুনর্বাসনসহ এখানকার জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে আয়ের পথ উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রকল্পটি হাতে নেয় সরকার। গত বছরের ২৪ নভেম্বর এই প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। প্রকল্পের আওতায় পাইল ফাউন্ডেশন দিয়ে ১১৯টি পাঁচ তলা ভবন নির্মাণ করা হবে।

এছাড়াও এই প্রকল্পের আওতায় ধর্মীয় উপাসনালয়, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও খেলার মাঠ নির্মাণ এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাসহ বিভিন্ন ধরনের সুবিধা রাখা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে। ২০২৩ সালের আগামী জুন মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

সারাবাংলা/টিআর

এস এম শফিউদ্দিন আহমেদ খুরুশকুল আশ্রয়ন প্রকল্প টপ নিউজ সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর