Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমেছে সংক্রমণ, আজও শনাক্তের হার ২ শতাংশের বেশি

সারাবাংলা ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২১ ১৬:৫১ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৭:০৯

টানা পাঁচ দিন ঊর্ধ্বমুখী থাকার পর আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ কমেছিল। গত ২৪ ঘণ্টায় সেটি আরও কমেছে। অন্যদিকে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও কিছুটা কমেছে। তবে তা আজও ২ শতাংশের বেশি রয়েছে। অন্যদিকে আগের দিনের মতোই গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন এক জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, আগের দিন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩৪২ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় তা কমে ২৭৫ জনে নেমে এসেছে। আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২ দশমিক শূন্য ২ শতাংশ। গত ২৪ ঘণ্টার এই হার ২ দশমিক শূন্য এক শতাংশ।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪২টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৩ হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন আগের ও পুরনো নমুনা মিলে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৬৯৯টি।

এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৭৪ হাজার ৯৬৮টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৪ লাখ ৯৮৫টি।

বিজ্ঞাপন

সংক্রমণ ও শনাক্তের হার কমেছে

দেশে আগের দিন ৩৪২ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৩৪২ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক শূন্য এক শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক শূন্য ২ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

মারা গেছেন একজন

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন একজন। পুরুষ ব্যক্তিটির বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। রংপুর বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৬ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর