Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত জাহাজ কাটার সময় আগুন, আহত ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২১ ১১:৩৭

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে পরিত্যক্ত অয়েল ট্যাঙ্কারে আগুন লেগে দু’জন দগ্ধসহ অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে যমুনা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ অগ্নিকাণ্ড হয়েছে।

আগুনে দগ্ধরা হলেন- সোহেল রানা (২৫) ও জাহিদ হাসান (২৬)। আহত হয়েছেন মিজানুর রহমান মিলন (২৪) ও মো. ফিরোজ (২৫)।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ সারাবাংলাকে বলেন, অয়েল ট্যাঙ্কার কাটা হচ্ছিল। সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সেখানে আগুন লাগে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, দগ্ধ দু’জনকে বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন আগুন লাগার পর জাহাজ থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন তাদের পা ভেঙ্গে গেছে। তারাও চিকিৎসাধীন আছেন।

সারাবাংলা/আরডি/এএম

টপ নিউজ শিপ ব্রেকিং ইয়ার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর