যশোরে বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ১৭
২৫ ডিসেম্বর ২০২১ ০৯:২৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৩:৪৮
যশোর: বিএনপির ৪২ নেতাকর্মীর নামে ফের মামলা দিয়েছে যশোর পুলিশ। শহরের টাউন হল ময়দানে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ হওয়ার পরদিন পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজের জন্য বোমা এবং পাথর রাখার অভিযোগে মামলাটি করেন।
এদিকে দলটির ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬টি বোমা ও ৪৯ পিস ছোট সাইজের পাথরও উদ্ধারের দাবি করেছেন মামলার বাদী পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করিম। মামলাটিকে গায়েবি বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, পুলিশ আগের মতো যশোরে রাতের আধাঁরে বাড়িতে অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদের আটক করে মিথ্যা মামলা দিয়েছে।
আটককৃতরা হলেন— শহরের পশ্চিমবারান্দী কদমতলা এলাকার হুসাইন আহমেদ (৫২), সদর উপজেলার আরবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি নেছার আলী (৫৯), শহরের শংকরপুর এলাকার জামির হোসেন (৪৮), খোলাডাঙ্গার জাকির হোসেন (৫০), নাজির শংকরপুরের শেখ আবু সাঈদ রিপন (৪৫), ইছালী গ্রামের আনিসুর রহমান (৫০), চুড়ামনকাটি উত্তরপাড়ার আব্দুস সালাম (৫০), সরদার বাগডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান হাফিজ (৪০), পূর্ব বারান্দীপাড়া ঢাকা রোডের হাবিবুর রহমান (২২), আড়পাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪০), দাইতলা গ্রামের কামাল হোসেন (৪০), মাসুদ রানা (৪৫), ফতেপুর গ্রামের কোরবান আলী (৫৩), বাচ্চু (৪৪), চাঁচড়া ইসমাইল কলোনীর শাহিন হোসেন (৪০), লেবুতলার আব্দুল খালেক (৫৪) এবং বলরামপুর মধ্যপাড়ার হাদিউজ্জামান ওরফে বদরুল (৩৭)।
পুলিশের অভিযোগে বলা হয়েছে, পুলিশ গোপন সূত্রে জানতে পারে ২৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল ছয়টার দিকে শহরের লালদিঘির পূর্বপাড়ে শ্রী হরিসভা মন্দিরের সামনে কিছু যুবক ধ্বংসাত্মক ও রাষ্ট্র এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য জড়ো হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে দেখতে পায় দুষ্কৃতিকারীরা সরকার ও রাষ্ট্র বিরোধী স্লোগান দিচ্ছে। সেখান থেকে ১৭ জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
এ বিষয়ে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, পুলিশ ফের বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে। টাউন হল ময়দানে জেলা বিএনপির উদ্যোগে সফল সমাবেশ হওয়ায় সরকার ভীত হয়ে পড়ে। সে কারণে বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে।
তিনি বলেন, পুলিশ যে অভিযোগ করেছেন সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোন ঘটনা ঘটেনি। কেউ জানে না স্লোগানের কথা। শুধু পুলিশ জানে। এর আগেও বহু মামলায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের ফাঁসিয়েছে।
সারাবাংলা/এএম