Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর পাট গুদামে আগুন দেওয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ২৩:০৩

জয়পুরহাট: ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজারে গতকাল গভীর রাতে পাটের গুদামে আগুন লেগে পাট ব্যবসায়ীর লক্ষাধিক টাকার পাট পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। নির্বাচনী সহিংসতার জেরে এমন ঘটনা ঘটেছে বলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী পাট ব্যবসায়ী সুনীল কুমার অভিযোগ করেছেন।

পাট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সুনীল কুমারের অভিযোগ, তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী হিসেবে কাজ করেছিলেন। কিন্তু এবারের ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হায়দার আলীর ঘোড়া মার্কার পক্ষে কাজ করছেন। এতে ক্ষুব্ধ হয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেন স্বাধীনের কর্মী-সমর্থকরা তার পাটের গুদাম আগুন দিয়েছে। এতে তার ৪০০ মণ পাটসহ গুদাম ঘর এবং প্রায় দেড় লাখ টাকার ফল ও ৩টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

তবে নৌকার চেয়ারম্যান প্রার্থী ছরোয়ার হোসেন স্বাধীন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। বিষয়টি ফায়ার সার্ভিস থেকে জানা গেছে। এছাড়া পুলিশও তদন্ত করে ঘটনাটি নিশ্চিত হয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হায়দার আলীর কর্মীরা পরিকল্পিতভাবে আগুনের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করে তার নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন। যা সত্য নয়।’

গুদাম ঘরে আগুন নেভাতে আসা জয়পুরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আগুন নির্বাচনী সহিংসতা পাট গুদাম স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর