Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে নতুন সিদ্ধান্ত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ২২:৩২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৮:০১

কক্সবাজার: পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এক মতবিনিময় সভা থেকে সাত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল চারটায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ টি এম জাফর আলম সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সিদ্ধান্তগুলো হলো—

•হোটেলে রুম বুক দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও জমা দিতে হবে।

•হোটেলগুলোর জন্য একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করা হবে।

•হোটেলের রুম সংখ্যা, দাম এবং খালি রুমের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে।

•ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন করা হবে।

•হোটেলগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু এবং জোরদার করতে হবে।

•হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মজান্ড বন্ধে অভিযান জোরদার করা হবে।

•হোটেল মোটেল মালিক সমিতি জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিললুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহ-সভাপতি মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একেএম

পর্যটক ধর্ষণ পর্যটকদের নিরাপত্তা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর