Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ক্রিনেই মিলবে খাবারের স্বাদ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১ ২০:৫৮

জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমি মিয়াশিতা এমন এক টেলিভিশন উদ্ভাবন করেছেন যা মানুষের স্বাদ ইন্দ্রিয়কেও তৃপ্ত করবে। স্ক্রিনে কোনো খাবারের ছবি দেখালে, দর্শকরা স্ক্রিনে জিহ্বা ঠেকিয়ে খাবারের স্বাদ নিতে পারবেন।

এই ডিভাইসের নাম দেওয়া হয়েছে টেস্ট দ্য টিভি (টিটিটিভি)। এতে টিউবের মাধ্যমে মিষ্টি, টক, ঝালসহ ১০টি আলাদা স্বাদ সংযোজিত থাকবে। পরে, খাবার অনুসারে স্বাদের মিশ্রণ হবে। খাবারের সঙ্গে মদেরও স্বাদ নেওয়া যাবে ওই স্ক্রিন থেকে।

বিজ্ঞাপন

রয়টার্স জানাচ্ছে, টিটিটিভি ডিভাইসে ১০টি আলাদা স্বাদের ক্যানিস্টারের একটি ক্যারোসেল ব্যবহার করা হয়েছে। ক্যারোসেল থেকে বিভিন্ন কম্বিনেশনে ওই ১০টি স্বাদ স্প্রে করে কোনো নির্দিষ্ট খাবারের স্বাদ তৈরি হয়। সেই স্বাদের নমুনা একটি ফ্ল্যাট টিভি স্ক্রিনের ওপর হাইজেনিক ফিল্মে রোল করা হয়। ফলে দর্শকরা টিভি স্ক্রিন জিহ্বা ঠেকালেই ওই খাবারের স্বাদ পাবেন।

অধ্যাপক হোমি মিয়াশিতা বলছেন, করোনা মহামারির সময় মানুষ যখন শারীরিকভাবে বিচ্ছিন্ন, সেই সময়ে এই ধরনের প্রযুক্তি মানুষের সংযোগ ও যোগাযোগের উপায়কে উন্নত করতে পারে।

তিনি আরও বলেন, যন্ত্রটি তৈরির ক্ষেত্রে তার লক্ষ্য ছিল ঘরে বসেও যেন মানুষ বিশ্বের অন্য প্রান্তের কোনো রেস্তোরাঁয় খাওয়ার মতো অভিজ্ঞতা লাভ করতে পারেন, তা সম্ভব করা। আর এই কাজে তাকে সহায়তা করেছেন মেইজি বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর একটি দল।

স্ক্রিনটি বাণিজ্যিকভাবে তৈরি করতে প্রায় এক লাখ জাপানি ইয়েন (৮৭৫ ডলার) খরচ হবে। বাংলাদেশি মুদ্রায় এর দাম হবে ৭৫ হাজার টাকা।

সারাবাংলা/একেএম

টপ নিউজ স্ক্রিনে মিলবে খাবারের স্বাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর