Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫ মেডিকেল কলেজে বার্ন ইনস্টিটিউট স্থাপনে কাজ চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ২০:১৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ২১:০৯

ঢাকা: আগুনে পোড়া রোগীদের চিকিৎসাসেবা ছড়িয়ে দিতে দেশের পাঁচটি শহরের (বিভাগীয় শহর সিলেট, বরিশাল, রংপুর ও রাজশাহী এবং জেলা শহর ফরিদপুর) মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইনস্টিটিউট স্থাপনের কাজ এগিয়ে চলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানিয়েছেন, এসব হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে আইসিইউ ও এইচডিইউসহ উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা থাকবে।

শুক্রবার (২৪ডিসেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ঝালকাঠির লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের দেখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপ সফরে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে মালদ্বীপ থেকে সরাসরি হাসপাতালে এসেছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জানান এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় দগ্ধ ৮১ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে সংকটাপন্ন ১০ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে ভবিষ্যতে আগুনে দগ্ধ সংকটাপন্ন এসব রোগীকেও আর ঢাকা আসতে হবে না বলে জানান তিনি।

আরও পড়ুন- লঞ্চে দগ্ধদের চিকিৎসায় ঘাটতি হবে না: স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালেক বলেন, সারাদেশে বিভিন্নভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাতে অগ্নিদগ্ধদের সংখ্যা বাড়ছে। এ বিষয়টি মাথায় রেখেই বিভাগীয় শহরগুলোতে মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল। দুই সপ্তাহ আগে একনেক সভায় এ সংক্রান্ত প্রকল্প পাস হয়েছে। প্রকল্প অনুযায়ী দেশের আটটি বিভাগের মধ্যে পাঁচটিতে (চারটি বিভাগ ও একটি জেলা শহর) একশ শয্যার পাঁচটি বার্ন ইনস্টিটিউট স্থাপন করা হবে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকায় এরই মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট কাজ শুরু করেছে। দেশের বাকি বিভাগীয় শহরগুলোর মেডিকেল কলেজ হাসপাতালেও পর্যায়ক্রমে বার্ন ইনস্টিটিউট করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বিভাগীয় শহরগুলোতেও বার্ন ইনস্টিটিউটে আইসিইউ ও এইচডিইউ ইউনিট থাকবে। সেখানে আগুনে পোড়াসহ বিভিন্নভাবে দগ্ধ রোগীদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা থাকবে। এসব ইনস্টিটিউট এমনভাবে গড়ে তোলা হবে যেন দগ্ধ রোগীদের ঢাকামুখী হতে না হয়।

আরও পড়ুন-

এর আগে, গত ৭ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫ মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইনস্টিটিউট স্থাপনের এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৫৬ কোটি ৯ লাখ টাকা।

এই প্রকল্পের আওতায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একশ শয্যা করে বার্ন ইনস্টিটিউট গড়ে তোলা হবে।

সারাবাংলা/টিআর

এমভি অভিযান-১০ টপ নিউজ বার্ন ইনস্টিটিউট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর