২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু কমেছে
২৪ ডিসেম্বর ২০২১ ১৮:২৩ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ১৭:০৯
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমেছে। এ সময়ে দেশে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪২ জন পাশাপাশি মৃত্যু হয়েছে একজনের। আগের দিন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ৩৮২ জন, একই সময়ে মৃত্যু হয়েছিল একজনের।
এর আগে দেশে গত পাঁচ দিনের পরিসংখ্যান অনুযায়ী করোনায় শনাক্তের সংখ্যা ও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
১৮ ডিসেম্বর করোনায় শনাক্ত হয়েছিলেন ১২২ জন। ওইদিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল শূন্য দশমিক ৮৭ শতাংশ। ১৯ ডিসেম্বর শনাক্ত বেড়ে দাঁড়ায় ২১১ জনে, সংক্রমণের হার বেড়ে হয় ১ দশমিক ২২ শতাংশ।
এর পরদিন ২০ ডিসেম্বর দেশে করোনা সংক্রমণ শনাক্ত হয় ২৬০ জনের শরীরে। এদিন সংক্রমণের হার ছিল ১ দশমিক ৩ শতাংশ। পরদিন সংক্রমণ আরও বাড়ে। ২১ ডিসেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন ২৯১ জন, সংক্রমণের হার আরও বেড়ে হয় ১ দশমিক ৩৯ শতাংশ। আর গতকাল ২২ ডিসেম্বর করোনা পজিটিভ হন ৩৫২ জন, সংক্রমণের হার ছিল ১ দশমিক ৯৫ শতাংশ।
শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪১টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৬ হাজার ৮৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন আগের ও পুরনো নমুনা মিলে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯১৩টি।
এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৭০ হাজার ৬৬১, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৩ লাখ ৯১ হাজার ৫৯৩টি।
কমেছে সংক্রমণ, বেড়েছে শনাক্তের হার
দেশে আগের দিন ৩৮২ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা কমে হয়েছে ৩৪২ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক শূন্য ২ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৮৭ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩১২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।
মারা গেছেন একজন
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন একজন। মৃত ব্যক্তির বাড়ি রাজশাহী বিভাগে। ওই ব্যক্তির বয়স ৭১ থেকে ৮০ বছর। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৫৫ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
সারাবাংলা/এসএসএ/একে