Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৪০, আ.লীগ কার্যালয় ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ১৭:৪১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৯:৩০

ভোলা: সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০-২৫ জন ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

সংঘর্ষকে কেন্দ্র করে জুমার নামাজের সময় ইউনিয়নের হাওলাদার মার্কেট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এসময় অফিসের আসবাবপত্র ও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং সাবেক মন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের ছবি ভাঙচুর করা হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে পৃথক ঘটনায় উপজেলার রাজাপুর ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরীর দুই কর্মীকে কুপিয়ে জখম ও পায়ের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমানের সমর্থকের বিরুদ্ধে এ অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক মিঠু।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করেন।

পশ্চিম ইলিশা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সকালে স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের বাড়ির কাছে নৌকার কর্মী সমর্থকরা নির্বাচনী পোস্টার লাগাতে যায়। এসময় চেয়ারম্যান প্রার্থী গিয়াস ও তার লোকজন নৌকা প্রতীকের দুই সমর্থকে মারধর করে আহত করে ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে খবর পেয়ে নৌকা প্রতীকের আরও সমর্থকরা সেখানে গেলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস ও তার লোকজন তাদের ওপরও হামলা চালায়। এতে আমাদের প্রায় ১০-১২জন কর্মী সমর্থক আহত হয়।’

বিজ্ঞাপন

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বেলা ১১টার দিকে তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে সে নিজে ও পরিবারের লোকজন এবং সমর্থকসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।’

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, ‘তবে সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এবং পুরো ইউনিয়নে পুলিশি টহল চলছে। উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। এর ব্যতয় ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

আ.লীগ কার্যালয় পশ্চিম ইলিশা ইউনিয়ন ভাঙচুর স্বতন্ত্র প্রার্থী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর