Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঙ্গু নদী‌তে ১ জনের মৃত্যু, পর্যটক ভাই-বোন নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ১৬:৩৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৮:১৯

ঢাকা: বান্দরবা‌নের তারাছার বাধরা ঝর্ণার পা‌শে সাঙ্গু নদী‌তে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাই-বোন নিখোঁজ রয়েছে।

মৃতের নাম মা‌রিয়া ইসলাম (১৯)।

নিখোঁজরা হলেন নারায়ণগ‌ঞ্জের ফতুল্লার জ‌হিরুল ইসলা‌মের ছে‌লে মো. আহনাফ আকিব (২২) ও আদ‌নিন (১৬)।

শুক্রবার (২৪ ‌ডি‌সেম্বর) দুপু‌র ২টার সময় রোয়াংছ‌ড়ির তারাছা ইউ‌নিয়‌নের বেতছড়ার বাধরা ঝর্ণার পা‌শে নদী‌তে এ ঘটনা ঘ‌টে‌।

বান্দরবান রোয়াংছ‌ড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান জানান, বান্দরবা‌ন থেকে ১০জন পর্যটক নৌকাতে করে সাঙ্গু নদী প‌থে বেতছড়া বেড়াতে যায়। এ সময় তাদের ম‌ধ্যে ৮ জন ‌বেতছড়ার বাধরা ঝর্ণার পা‌শে নদীতে গোসল কর‌তে নামলে ওই ৮ জন নদীর পা‌নির স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা ৬ জনকে জী‌বিত উদ্ধার করলেও ভাই-বোন নি‌খোঁজ হয়।

এদিকে হাসপাতালে আনার প‌থে এক পর্যট‌কের মৃত‌্যু হয়।

সারাবাংলা/একে

নিখোঁজ পর্যটক সাঙ্গু নদী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর