Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে ভোট যুদ্ধে আওয়ামীপন্থী দুই দল

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ১৩:০৪

ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২২ উপলক্ষে প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের দুই দল স্বাধীনতা শিক্ষক পরিষদ ও নোবিপ্রবি নীল দল। আগামী ২৭ তারিখের নির্বাচন উপলক্ষে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদের মোট ২২ জন প্রার্থী।

আজ (২৩ ডিসেম্বর) যোগ্য প্রার্থীদের তালিকা ও নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হয়। এরপরই প্যানেল ঘোষণা করে নীল দল ও স্বাধীনতা শিক্ষক পরিষদ।

বিজ্ঞাপন

নীল দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন— এসিসিই বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, সহ সভাপতি পদে বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু নছর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহকারী অধ্যাপক বাদশা মিয়া, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড.ফাহদ হুসাইন, প্রচার সম্পাদক পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফ রহমান, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব মল্লিক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, ফার্মেসি বিভাগের প্রভাষক মো. ছারোয়ার উদ্দিন ও এমআইএস বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুস সালাম

অপরদিকে স্বাধীনতা শিক্ষক পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন— এসিসিই বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ ইউসুফ মিয়া,সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার, সহ সভাপতি পদে ফিমস বিভাগের সহযোগী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড.মোহাম্মদ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ ডিবিএ বিভাগের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস, প্রচার সম্পাদক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো.সিয়াম, প্রচার সম্পাদক পদে শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আইআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফিমস বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুল ইসলাম, শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়ালিউর রহমান আকন্দ (বিপুল), বিএমএস বিভাগের এইচ.এম.মুস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ১৩ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করে। পরবর্তীতে ১৯ ডিসেম্বর তফসিল ঘোষণা করে কমিশন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক ড. এস এম মাহবুবুর রহমান। এছাড়া অন্য দুই নির্বাচন কমিশনার হলেন এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম ও মাইক্রোবায়োলজি বিভাগের অবন্তি বড়ুয়া।

প্রধান নির্বাচন কমিশনার ড. এস এম মাহবুবের সই করা তফসিলে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর (সোমবার) সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং বিকালে ফলাফল প্রকাশ করা হবে। প্রার্থীরা নমিনেশন ফর্ম উত্তোলন ও জমাদান করেন ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ও যোগ্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ২৩ ডিসেম্বর

সারাবাংলা/এসএসএ

নোবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর