লঞ্চে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি
২৪ ডিসেম্বর ২০২১ ১১:৫৮ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৭:৪৫
ঢাকা: ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালে। সাত সদস্যের কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্মসচিব তোফায়েল আহমেদকে। উপসচিব আমিনুর রহমান কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌপরিবহন অধিদফতর, নৌপুলিশ, জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের এক জন করে প্রতিনিধি থাকবেন কমিটিতে।
আরও পড়ুন-
- লঞ্চে ভয়াবহ আগুন: প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯
- মাঝনদীতে লঞ্চে ভয়াবহ আগুন, ১৬ জনের লাশ উদ্ধার
- লঞ্চে আগুন: নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক, যাচ্ছেন ঝালকাঠি
- ঘুম ভেঙে কয়েকশ যাত্রী দেখলেন— মরতে হবে ডুবে, নয়তো আগুনে
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে বরগুনার পথে ছেড়ে যায এমভি অভিযান-১০। দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় লঞ্চটিতে আগুন লাগে।
এ ঘটনায় এখন পর্যন্ত লঞ্চ থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর দগ্ধ ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।
লঞ্চ থেকে জীবিত উদ্ধার যাত্রীরা বলছেন, লঞ্চটির ইঞ্জিন রুমের পাশেই ছিল রান্নাঘর। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
সারাবাংলা/ইউজে/এসএসএ