Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে আগুন: নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক, যাচ্ছেন ঝালকাঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২১ ১১:১৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২১ ১৭:৪৫

ঢাকা: ঢাকা থেকে বরগুনাগামী এম‌ভি অভিযান-১০ নামে একটি ল‌ঞ্চে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি ঝালকাঠিতে যাচ্ছেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান। তিনি দগ্ধ ও আহতদের দ্রুত আরোগ‍্য কামনা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর লঞ্চে আগুন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে নৌপরিবহন প্রতিমন্ত্রী ঝালকাঠির উদ্দেশে ঢাকা ত‍্যাগ করেছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, প্রতিমন্ত্রী দুপুরের মধ‍্যে ঝালকাঠি পৌঁছাবেন।

এদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী আরেক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে বরগুনার পথে ছেড়ে যায এম‌ভি অভিযান-১০। দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় লঞ্চটিতে আগুন লাগে।

এ ঘটনায় এখন পর্যন্ত লঞ্চ থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর দগ্ধ ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

লঞ্চ থেকে জীবিত উদ্ধার যাত্রীরা বলছেন, লঞ্চটির ইঞ্জিন রুমের পাশেই ছিল রান্নাঘর। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

সারাবাংলা/জেআর/এসএসএ

এমভি অভিযান-১০ খালিদ মাহমুদ চৌধুরী টপ নিউজ নৌপরিবহন প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রীর শোক