Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের নাগরিকত্ব চান ১৬১ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১ ২৩:১২

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই

ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন ১৬১ জন বাংলাদেশি। ভারতের রাজ্যসভায় এ তথ্য জানিয়েছেন দেশটির কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

রাজ্যসভার সদস্য আব্দুল ওয়াহাবের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ভারতের নাগরিক হওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে ১০ হাজার ৬৩৫ আবেদন জমা পড়েছে। আবেদনকারীর ৭০ শতাংশই পাকিস্তানি।

তিনি আরও বলেন, চার বছরে তিন হাজার ১১১ জনের নাগরিকত্বের আবেদন গ্রহণ করেছে ভারত সরকার।

পাকিস্তানের ৭ হাজার আবেদন ছাড়াও আফগানিস্তান থেকে এক হাজার ১৫২, শ্রীলঙ্কা এবং আমেরিকা থেকে ২২৩টি আবেদন জমা পড়েছে। নেপাল থেকে ১৮৯ এবং বাংলাদেশ থেকে ১৬১ আবেদনসহ রাষ্ট্রহীন ৪২৮ জন ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন বলে জানান কেন্দ্র সরকারের ওই মন্ত্রী।

এর বাইরেও, চীন থেকে ১০ জন ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

সারাবাংলা/একেএম

টপ নিউজ নাগরিকত্ব বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর