Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাঙ্গীরের পক্ষে মিছিল, শোকজ খেলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ২২:৩৭ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ২২:৫১

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত জাহাঙ্গীর আলমের পক্ষে অবস্থান নেওয়ায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা হাজী মনিরুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দেওয়া হয়েছে। সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। সাত দিনের মধ্যে এসব অভিযোগ বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির জের ধরে মেয়র পদ থেকে বরখাস্ত, জেলা কমিটি থেকে বহিষ্কৃত এবং আজীবনের জন্য আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ হারানোর পরও জাহাঙ্গীর আলমের পক্ষে মিছিল ও সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হাজী মনিরুজ্জামানকে এই কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ।

আরও পড়ুন-

চিঠিতে বলা হয়েছে, হাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে সংগঠনের (আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ) নীতি, আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের পক্ষ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম দলীয় পদ থেকে বহিষ্কার হওয়ার পরও তার পক্ষে মিছিলে অংশ নেওয়া এবং সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে।

সাবেক মেয়র জাহাঙ্গীরের সঙ্গে হাজী মনিরুজ্জামান (লাল বৃত্ত)

জবাব দিতে সাত দিন সময় দিয়ে চিঠিতে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী সাত দিনের মধ্যে দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে দফতরে পাঠাতে হবে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ সারাবাংলাকে বলেন, হাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ উঠেছে। এসব অভিযোগ সংগঠনের নীতিমালা ও আদর্শের পরিপন্থি। সে কারণেই তাকে সাত দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিআর

কারণ দর্শানোর নোটিশ স্বেচ্ছাসেবক লীগ হাজী মনিরুজ্জামান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর