Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থান‌চি ও রোয়াংছ‌ড়িতে ৩‌ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ১৮:২৭

বান্দরবান: থান‌চি ও রোয়াংছ‌ড়িতে আগামী ২৪, ২৫ ও ২৬‌ ডিসেম্বর পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আগামী রোববার (২৬ ‌ডিসেম্বর) অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩‌ ডি‌সেম্বর) জেলা প্রশাসন থে‌কে এ তথ‌্য জানা গেছে।

সূত্রে জানা ‌গেছে, আগামী ২৬ ‌ডিসেম্বর রোববার রোয়াংছ‌ড়ি ও থান‌চিতে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনু‌ষ্ঠিত হবে। এ দু‌’টি উপজেলার মধ্যে থান‌চিতে রয়েছে নাফাখুম, বড় পাথর ও রোয়াংছ‌ড়িতে দেবতাখুমসহ বেশ কয়েক‌টি পর্যটন কেন্দ্র। এসব পর্যটন কেন্দ্রে প্রতি‌দিন বেড়াতে আসেন শতশত পর্যটক। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ দুই উপজেলায় ৩ দিনের পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।

বান্দরবান অতি‌রিক্ত জেলা ম‌্যা‌জিস্ট্রেট (এডিএম) সুরাইয়া আক্তার সুইটি এ তথ‌্য নি‌শ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন‌ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী স‌হিংসতা এড়াতে আগামীকাল শুক্রবার (২৪ ‌ডিসেম্বর) থেকে রোববার (২৬ ‌ডিসেম্বর) পর্যন্ত এসব পর্যটন কেন্দ্রে পর্যটকসহ ব‌হিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও

থানচি বান্দরবান ভ্রমণ নিষেধাজ্ঞা রোয়াংছ‌ড়ি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর