পুঁজিবাজারে সূচকের বড় পতন
২৩ ডিসেম্বর ২০২১ ১৭:১৮ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ২০:১০
ঢাকা: পুঁজিবাজারে আবারও সূচকের বড় পতন হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
তবে এদিন আর্থিক লেনদেনে দুই পুঁজিবাজারে ভিন্ন ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে লেনদেন কমেছে।
এদিকে বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের ১৭ কোটি ৬০ লাখ ১৬ হাজার ৬৮১টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২৬১টির এবং ৩৫টি শেয়ার ও ইউনিট দাম অপরিবর্তিত রয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৭০২ পয়েন্টে নেমে আসে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৪২৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ৫১১ পয়েন্টে নেমে আসে। দিনশেষে ডিএসইতে ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট বেচাকেনা হয়েছে। আগের দিন বুধবার লেনদেন হয় ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকা।
অন্যদিকে, এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯৭টি কোম্পানির ১ কোটি ২৬ লাখ ৭ হাজার ১৬৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৮৯টি, কমেছে ১৭৭টির এবং ৩১টির দাম কোন পরিবর্তন হয়নি।
এদিন সিএসইর সার্বিক মূল্য সূচক ১৩৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৫২৯ পয়েন্টে নেমে আসে। দিনশেষে সিএসইতে ৪৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ১১০ কোটি ৯৪ লাখ টাকা।
সারাবাংলা/জিএস/এমও