Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ১৫:০৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৭:২১

প্রতীকী ছবি

পঞ্চগড়: সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মমির উদ্দিন (৬৫) এবং রেজাউল করিম (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে বাবা ও ছেলে।

বৃহষ্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়ন ডাঙ্গাপাড়া এলাকার তেঁতুলিয়া- বাংলাবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি পঞ্চগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিঠাপুকুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাবা-ছেলে দুপুরে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। অমরখানা ইউনিয়নের বোর্ড অফিস বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এসময় তারা মহাসড়কে ছিটকে সড়কে পড়ে যান। এ ঘটনায় স্থানীয়রা আরোহীদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, এঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং প্রাথনিক ভাবে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

পঞ্চগড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর