Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সমঝোতা স্মারক ও চুক্তি সই

সারাবাংলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২১ ১৩:১৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:১১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপে ছয় দিনের দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে একটি চুক্তি ও দু’টি সমঝোতা স্মারক সই হয়েছে। খবর বাসসের।

চুক্তিটি দ্বৈত কর পরিহার বিষয়ক। আর দু’টি সমঝোতা স্মারক হচ্ছে— বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দু’দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা।

বিজ্ঞাপন

এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হয়েছে।

বৈঠক শেষে মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে কাজ করবে এবং বাংলাদেশ থেক দক্ষ নার্স ও ডাক্তার নেবে মালদ্বীপ

সফরকালে দক্ষিণ এশিয়ার দেশ দু’টির মধ্যে বন্ধুত্বের বন্ধন হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।

এর আগে প্রধানমন্ত্রী মালেতে সে দেশের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ তাকে লাল গালিচা সংবর্ধনাসহ আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও গান স্যালুট দেওয়া হয়। প্রধানমন্ত্রী উভয় দেশের ‘লাইন অব প্রেজেনটেশন’ পরিদর্শন করেন।

শেখ হাসিনা প্রেসিডেন্টের কার্যালয়ে রক্ষিত দর্শনার্থী বইয়ে সই করেন এবং সেখানে ফটোসেশনে অংশ নেন।

সারাবাংলা/এসএসএ

বাংলাদেশ মালদ্বীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর