পাঠশালার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
২৩ ডিসেম্বর ২০২১ ১২:৩৬ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৩:২০
ঢাকা: পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ২৪ ডিসেম্বর (শুক্রবার)। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাইলফলক উদযাপনে আগামীকাল বিকাল ৪টায় ‘তীব্র’ শিরোনামে একটি একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দৃকপাঠ ভবনে প্রদর্শনীটির উদ্বোধন হবে।
প্রদর্শনীটি চলতি বছরের ২৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী নতুন বছরের ৭ জানুয়ারি পর্যন্ত। ২৫ ডিসেম্বর থেকে প্রদর্শনী চলাকালে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে দক্ষিণ এশিয়ার ৭ জন শিল্পীর কাজ প্রদর্শিত হবে। শিল্পীরা হচ্ছেন— প্রণবেশ দাস, সাগর ছেতরি, সালমা আবেদিন পৃথী, সরকার প্রতীক, সাদমান শহীদ, শাহরিয়া শারমিন এবং সৌম্য শংকর বস। প্রদর্শনীটি কিউরেট করেছেন মুনেম ওয়াসিফ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর পাশাপাশি পাঠশালা নানা ধরনের কর্মসূচি রেখেছে। আর্টিস্ট টক, প্যানেল ডিসকাশন, বুক শো, ফিল্ম স্ক্রিনিং ছাড়াও প্রতিদিনই থাকছে পাঠশালার বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী ও আলোকচিত্রীদের মিলনমেলা।
সারাবাংলা/এসএসএ